বাঁ কাঁধের হাড় সরে যাওয়ার জন্য চলতি একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার। শুধু তাই নয়, আসন্ন আইপিএলে শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা খুবই কম। একটি সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। গত দুই মরসুম থেকে দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়কত্ব করছেন মুম্বইয়ের এই তরুণ ক্রিকেটার। তাঁর এমন গুরুতর চোটের জন্য বিরাট কোহলীর ভারত ও দিল্লি ক্যাপিটালস বড় ধাক্কা খেল সেই নিয়ে কোনও সন্দেহ নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ চলাকালীনই বড় চোট পেয়েছিলেন শ্রেয়স। ছবিতেই দেখা গিয়েছিল তিনি যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। পরে জানা যায় তাঁর বাঁ কাঁধের হাড় সরে গিয়েছে। সেই জন্য আর মাঠে ফেরেননি এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

অন্যদিকে, জাতীয় দলে হয়ে অভিষেকেই দ্রুততম হাফ-সেঞ্চুরির বিশ্ব রেকর্ড করলেন ক্রুণাল পাণ্ডিয়া। দেশের হয়ে প্রথম ওয়ান-ডে-তে পঞ্চাশ রানের ইনিংস খেললেন কেএল রাহুলও। মাত্র ২ রানের জন্য় সেঞ্চুরি হাতছাড়া হল শিখর ধাওয়ানের। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। জয় এল ৬৬ রানে। দেশে মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও T-20 সিরিজ জিতেছেন বিরাটরা। কিন্তু দুটি সিরিজেই হারতে হয়েছিল প্রথম ম্যাচে। কিন্ত একদিনের সিরিজে ছবিটা বদলে গেল। ব্যাট-বলে ইংল্যান্ডকে ধরাশায়ী করে প্রথম ম্যাচেই সহজ জয় ছিনিয়ে নিল ভারত। মোক্ষম সময়ে দলের হাল ধরেন কেএল রাহুল। যিনি দীর্ঘদিন রান পাননি। সঙ্গে যোগ্য সঙ্গত দেন আর এক অভিষেককারী ক্রুণাল পাণ্ডিয়া। হাফ করেন দু'জনেই। তবে, অভিষেক ম্যাচে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড গড়েন  হার্দিক পাণ্ডিয়ার দাদা। ৫০ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ৩১৭।

మరింత సమాచారం తెలుసుకోండి: