শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ অফিস যাওয়ার ব্যস্ত সময়ে কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন ওই ব্যক্তি। এই ঘটনায় আচমকাই ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে মেট্রো বন্ধ ছিল সাময়িক। কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার এবং ময়দান থেকে দক্ষিণেশ্বর চলছিল। সকাল ১১টা ৫ থেকে পরিষেবা স্বাভাবিক হয়। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে। উল্লেখ্য, ঠিক চার দিন আগেই, সোমবার গিরীশ পার্ক মেট্রো স্টেশনে এক মহিলা আত্মহত্যার চেষ্টা করেন। দুপুরে গিরীশ পার্ক মেট্রো স্টেশনে কবি সুভাষ যাওয়ার ট্রেনের সামনে ঝাঁপ দেন ৫৫ বছরের এক মহিলা। তাঁকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। সোমবারের সেই ঘটনাতেও দীর্ঘ ক্ষণ বন্ধ ছিল মেট্রো চলাচল।

অন্যদিকে, কখনও লোন দেওয়ার নাম করে, কখনও আবার বিদ্যুত্ বিল মেটানোর নাম করে মোবাইলে বিভিন্ন ধরনের লিঙ্ক পাঠানো হচ্ছে। সেইসব লিঙ্কে ক্লিক করে প্রতারকদের খপ্পরে পড়ে যাচ্ছেন সাধারণ মানুষ। এনিয়ে সতর্ক করলেন পুলিস কমিশনার বিনীত গোয়েল। চিন অ্যাপ ব্যবহার করে লোন পাইয়ে দেওয়ার নাম করে কলকাতায় প্রতারিত হয়েছেন বেশকিছু মানুষ। সেইসব মামলার তদন্ত করতে গিয়ে এখনওপর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিস। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে কলকাতার পুলিস কমিশনার বলেন, মোবাইলে বিভিন্ন ধরনের লিঙ্ক পাঠিয়ে কিছু প্রতারক সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। ওই লিঙ্কে ক্লিক করলেই একটি স্যফটওয়ার মোবাইলে ইনস্টল হয়ে যাচ্ছে। তারপর ওই মোবাইলের তথ্য চলে যাচ্ছে হ্যাকারদের হাতে। এতে আপনার কনট্যাক্ট লিস্ট চলে যাচ্ছে প্রতারকদের হাতে।

మరింత సమాచారం తెలుసుకోండి: