জমে গেল অ্যাশেজ (Ashes)। পরপর দুটি টেস্ট হারের পর দুর্দান্ত প্রত্যাবর্তন ইংল্যান্ডের (England)। সাম্প্রতিককালে টেস্ট ম্যাচ নিয়ে এরকম উন্মাদনা সাধারণত দেখা যায়নি। যেভাবে পাঁচ দিনের টিকিট সোল্ড আউটের খবর আসছে তা এককথায় অভাবনীয়। রবিবার পঞ্চম দিনে লিডসে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে (Australia) ৩ উইকেটে হারাল ইংল্যান্ড (England)। শেষ বেলায় ব্যাট হাতে কেরামতি দেখালেন হ্যারি ব্রুক। লিডসে ৯৩ বলে ৭৫ রানের স্মরণীয় ইনিংস খেলেন তিনি। লোয়ার অর্ডারে দারুন সঙ্গ দেন ক্রিস ওকস (৩২) এবং মার্ক উড (১৬)। অস্ট্রেলীয় বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ৫ উইকেট নিলেও ইংল্যান্ডের জয় আটকাতে পারেননি।

এর আগে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তোলে ২৬৩ রান। বল হাতে আগুন ঝরান মার্ক উড। মাত্র ৩৪ রানের বিনিময়ে তুলে নেন ৫ উইকেট। যদিও মিচেল মার্শের শতরান সম্মানজনক স্কোরে পৌঁছে দেয় অস্ট্রেলিয়াকে। এরপর ইংল্যান্ড ব্যাটিং করতে নামলে ২৩৭-এ অল আউট হয়ে যায়। ২৬ রানের লিড পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২২৪ -এ অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ট্রেভিস হেড (৭৭) ছাড়া কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। স্টুয়ার্ট ব্রড এবং ক্রিস ওকস নেন ৩টি করে উইকেট। মার্ক উড নেন ২টি উইকেট।

 এরপর ২৫১ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড। অনবদ্য পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা হন মার্ক উড।

మరింత సమాచారం తెలుసుకోండి: