২০১৩ সালে টটেনহ্যাম হটস্পার (Tottenham Hotspur) থেকে রিয়ালে এসে মহাতারকা হয়ে ওঠেন বেল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও করিম বেঞ্জেমার সঙ্গে জুটি বেঁধে এক সময়ে বিপক্ষের ঘুম উড়িয়ে দিয়েছেন। এই ত্রিফলা তখন পরিচিত ছিল 'বিবিসি' নামে। ৩২ বছরের বেলের সঙ্গে আর চুক্তিনবীকরণ করেনি রিয়াল। বুধবার টুইটারে আবেগি চিঠি দিয়ে বেল জানিয়ে দিলেন তাঁর রিয়াল ছাড়ার কথা। বেল তাঁর চিঠিতে লেখেন, "আমার বর্তমান ও অতীতের সকল সতীর্থ, ম্যানেজার, ব্যাকরুম স্টাফ ও ফ্যানদের ধন্যবাদ জানাতে চাই এই সমর্থনের জন্য়। নয় বছর আগে ইয়ং ম্যান হিসাবে এখানে এসেছিলাম। রিয়ালের হয়ে খেলার স্বপ্নপূরণ হয়েছে আমার। সাদা জার্সিতে স্যান্টিয়াগো বার্নাব্যুতে খেলছি। খেতাব জিতেছি। বিশেষত চ্যাম্পিয়ন্স লিগের কথা বলব। ক্লাবের ইতিহাসের অঙ্গ হওয়া রিয়াল মাদ্রিদের প্লেয়ার হিসাবে যা অর্জন করেছি, তা কখনও ভুলব না। অসাধারণ এক অভিজ্ঞতা।"

অন্যদিকে, বুধবার কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে হারিয়ে দিল ইউরো কাপ বিজয়ী ইটালিকে। কোপা আমেরিকার পর আবার দেশের হয়ে ট্রফি জিতলেন লিয়োনেল মেসি। ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। পর্তুগালের তারকা ফুটবলার দেশের হয়ে ইউরো কাপ এবং নেশন‌্স লিগ জিতেছেন। মেসি কোপা আমেরিকার পর ফাইনালিসিমাও জিতলেন। অর্থাৎ, দেশের হয়েও ট্রফির নিরিখেও সমান-সমান হয়ে গেলেন মেসি-রোনাল্ডো। বুধবার আর্জেন্টিনার হয়ে গোল করলেন লাউতারো মার্তিনেস, অ্যাঙ্খেল দি মারিয়া এবং পাওলো ডিবালা। শক্তিশালী ডিফেন্সের জন্য এক সময় গোটা বিশ্বে সমাদৃত হত ইটালি। তাদের ‘কাতানেচ্চিয়ো’ সিস্টেম বিশ্বের বহু দেশ পরে অনুকরণ করা শুরু করে। সেই ইটালিরই ডিফেন্সের এখন যা হাল, দেখতে শিউরে উঠতে হয়। সেন্ট্রাল ডিফেন্সে জিয়োর্জিয়ো কিয়েল্লিনি এবং লিয়োনার্দো বোনুচ্চি, দু’জনেই বয়স হয়েছে। দু’প্রান্তে এমার্সন এবং জিয়োভান্নি দি লোরেঞ্জোও চূড়ান্ত হতাশ করেছেন। গোলকিপার জিয়ানলুইগি ডোনারুম্মা না থাকলে এ দিন আরও লজ্জার মুখে পড়তে হত ইটালিকে।

మరింత సమాచారం తెలుసుకోండి: