প্রায় ১৭ বছর পর ফিরছে  ‘ফ্রেন্ডস’। ২০০৪ সালে 'ফ্রেন্ডস'এর শেষ সিজন সম্প্রচারিত হওয়ার পর ২৭ তারিখে আসছে 'ফ্রেন্ডস: দ্য রিইউনিয়ন' (Friends: The Reunion)। এইচবিও ম্যাক্স-এ দেখা যাবে এই 'রিইউনিয়ন'-এর বিশেষ পর্ব। আমেরিকার অন্যতম বিখ্যাত সিচুয়েশনাল কমেডি ‘ফ্রেন্ডস’-এর নতুন সিজন দেখা যাবে ভারতেও। জি-ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এই বিশেষ পর্ব। বয়স বাড়লেও বন্ধুত্বের মেজাজে যে কোনও ছাপ ফেলতে পড়েনি তা দিব্যি বোঝা যাচ্ছে পোস্টারে। 'ফ্রেন্ডস: দ্য রিইউনিয়ন'-এ থাকছে পুরনো অভিনেতারাই।ম্যাথিউ পেরি,লিজা কুড্র, ডেভিড স্কিমার, জেনিফার অ্যানিস্টন, কোর্টনি কক্স,ম্যাট লেব্লাঙ্ককেই দেখা যাবে পর্দায়। 

চমকের এখানেই শেষ নয়, পপ তারকা লেডি গাগা, প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যাম, গায়ক জাস্টিন বিবার, দক্ষিণ কোরীয় গানের দল বিটিএস, নোবেলজয়ী মালালা ইউসুফজাই-সহ আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিকে দেখতে পাওয়া যাবে বিভিন্ন পর্বে অতিথি শিল্পী হিসাবে। চমকের এখানেই শেষ নয়, পপ তারকা লেডি গাগা, প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যাম, গায়ক জাস্টিন বিবার, দক্ষিণ কোরীয় গানের দল বিটিএস, নোবেলজয়ী মালালা ইউসুফজাই-সহ আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিকে দেখতে পাওয়া যাবে বিভিন্ন পর্বে অতিথি শিল্পী হিসাবে। চমকের এখানেই শেষ নয়, পপ তারকা লেডি গাগা, প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যাম, গায়ক জাস্টিন বিবার, দক্ষিণ কোরীয় গানের দল বিটিএস, নোবেলজয়ী মালালা ইউসুফজাই-সহ আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিকে দেখতে পাওয়া যাবে বিভিন্ন পর্বে অতিথি শিল্পী হিসাবে। ZEE5 প্রিমিয়ারের সাবস্ক্রিপশন থাকলেও দেখা যাবে এই সিরিজ।

మరింత సమాచారం తెలుసుకోండి: