অন্যদিকে, বিসিসিআইয়ের পরবর্তী সম্ভাব্য সভাপতির নাম সামনে আসতেই হয়তো সবচেয়ে বেশি খুশি হয়েছেন ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচ ও বিসিসিআই-এর বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের সম্পর্কের কথা সকলেরই জানা। সে কারণেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় রজার বিনির নাম আসতেই যেন গর্ত ছেড়ে বেড়িয়ে এসেছেন রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী বুধবার মুম্বই-এর প্রেসক্লাবে একটি কথোপকথনের সময় ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম নায়ক রজার বিনিকে নিয়ে নিজের মত প্রকাশ করেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির ভূমিকায় বিনিকে দেখা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন রবি শাস্ত্রী। রজার বিনির সঙ্গে গত চল্লিশ বছরেরও বেশি সময় ধরে ঘনিষ্ঠ বন্ধু শাস্ত্রী। মঙ্গলবার, বিন্নি বিসিসিআই সভাপতির জন্য তার মনোনয়ন জমা দিয়েছিলেন এবং এখন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন কারণ তিনি মনোনয়ন দাখিলকারী একমাত্র ব্যক্তি ছিলেন।
click and follow Indiaherald WhatsApp channel