মঙ্গলবার ক্যানবেরার মানুকা ওভালে (Manuka Oval, Canberra) ইংল্যান্ড ৮ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল। এর সঙ্গেই এক ম্যাচ হাতে রেখে ইংরেজরা টি-২০ সিরিজ পকেটে পুরে ফেলল। গত রবিবার পারথে প্রথম ম্যাচ ইংল্যান্ড জিতেছিল সেই ৮ রানেই। এদিন মানুকা ওভালে অবিশ্বাস্য ফিল্ডিং করে চর্চায় এলেন বেন স্টোকস (Ben Stokes)। স্টোকস প্রায় এক বছর পর দেশের জার্সিতে টি-২০ খেলছেন। লাল বলের ক্রিকেটকে প্রাধান্য দেবেন বলেই সন্ন্যাস নিয়েছেন ওয়ানডে ক্রিকেট থেকে। এদিন অস্ট্রেলিয়ার ইনিংসে ১২ নম্বর ওভারের ঘটনা। বল করতে এসেছিলেন স্যাম কারান। তাঁর প্রথম বলই মিচেল মার্শ লং-অফের ওপর দিয়ে তুলে দেন। প্রায় অবধারিত ছক্কা একা হাতে রুখে দেন স্টোকস। তাঁর অ্যাক্রোব্যাটিক ফিল্ডিং দেখে নেটিজেনরা থ হয়ে গিয়েছেন। ফের একবার স্টোকস প্রমাণ করে দিলেন যে, তিনি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের পাশাপাশি অসাধারণ ফিল্ডারও বটে।

অন্যদিকে, বিসিসিআইয়ের পরবর্তী সম্ভাব্য সভাপতির নাম সামনে আসতেই হয়তো সবচেয়ে বেশি খুশি হয়েছেন ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচ ও বিসিসিআই-এর বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের সম্পর্কের কথা সকলেরই জানা। সে কারণেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় রজার বিনির নাম আসতেই যেন গর্ত ছেড়ে বেড়িয়ে এসেছেন রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী বুধবার মুম্বই-এর প্রেসক্লাবে একটি কথোপকথনের সময় ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম নায়ক রজার বিনিকে নিয়ে নিজের মত প্রকাশ করেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির ভূমিকায় বিনিকে দেখা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন রবি শাস্ত্রী। রজার বিনির সঙ্গে গত চল্লিশ বছরেরও বেশি সময় ধরে ঘনিষ্ঠ বন্ধু শাস্ত্রী। মঙ্গলবার, বিন্নি বিসিসিআই সভাপতির জন্য তার মনোনয়ন জমা দিয়েছিলেন এবং এখন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন কারণ তিনি মনোনয়ন দাখিলকারী একমাত্র ব্যক্তি ছিলেন।

మరింత సమాచారం తెలుసుకోండి: