ওয়ান ডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে। তিন ম্যাচের সিরিজের দুই ম্যাচই বৃষ্টিতে পণ্ড হল। প্রথম ওয়ান ডে জেতায় সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড। সিরিজ বাঁচানোর ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ২১৯ রানে অল আউট হয়ে যায় ভারত। নিউজিল্য়ান্ডের সামনে জয়ের জন্য ২২০ রানের লক্ষ্য দিয়ে। কিউয়ি বোলারদের সামনে ভারতীয় ব্যাটিংকে টানেন একমাত্র ওয়াশিংটন সুন্দর ও শ্রেয়স আইয়ার। মরণ-বাঁচন ম্যাচে কিউয়ি বোলারদের বিরুদ্ধে বেকায়দায় পড়ে গিয়েছিল ভারত। ক্রাইস্টচার্চে টস জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিলেন উইলিয়ামসন। ভারতের দুই ওপেনার শিখর ধবন ও শুভমন গিল শুরুটা ভাল করেছিলেন। তবে নবম ওভারে ১৩ রান করে আউট হন শুভমন। দলের রান তখন ৩৯। এই সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন ধবন। ৪৫ বলে ২৮ রান করে ফেরেন তিনি। কিন্তু বৃষ্টি খলনায়ক হয়ে গেল ভারতের জন্য।

অন্যদিকে, ফ্রান্সের স্টেফানি ফ্রাপার্ট (Stephanie Frappart) লিখছেন ইতিহাস। তিনিই প্রথম মহিলা হিসাবে পুরুষদের বিশ্বকাপে একা হাতে ম্যাচ পরিচালনা করবেন। আগামী বৃহস্পতিবার জার্মানি বনাম কোস্টারিকা (Germany and Costa Rica) ম্যাচে রেফারি ও সহ-রেফারিরা সকলেই মহিলা। অভিজ্ঞ স্টেফানিক গ্রুপ ই-র ম্যাচে আল বায়েত স্টেডিয়ামে (Al Bayt Stadium) পাশে পাচ্ছেন ব্রাজিলের নেয়ুজা ব্যাক (Neuza Back) ও মেক্সিকার কারেন দিয়াজ মেদিনাকে (Karen Diaz Medina)। মঙ্গলবার ফিফা জানিয়ে দিল বিবৃতি দিয়ে। ফরাসি রেফারি স্টেফানি ইতিমধ্যেই ইতিহাস লিখেছেন তাঁর কেরিয়ারে। ৩৮ বছরের এই রেফারি প্রথম মহিলা হিসাবে ২০১৯ সালে ফ্রান্সের লিগ ওয়ানে রেফারিং করিয়েছেন। সেবছরই নিজের ঘরের মাঠে মহিলা বিশ্বকাপ খেলিয়েছেন। ফ্র্যাপার্ট ২০১৯ উয়েফা সুপার কাপ ফাইনালে লিভারপুল ও চেলসি ম্যাচে খেলিয়েছেন। ২০২০-তে চ্যাম্পিয়ন্স লিগে খেলিয়েছেন। গত মরসুমে ফরাসি কাপ ফাইনালেও তাঁকে পাওয়া গিয়েছে। স্টেফানি বিশ্বকাপের দায়িত্ব পেয়ে বলেছিলেন, 'আমি সত্যিই আনন্দিত। এমন প্রত্যাশা ছিল না। বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়ার চেয়ে বড় আর কীই বা হতে পারে।'

మరింత సమాచారం తెలుసుకోండి: