আগামিকাল, শুক্রবার থেকে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম একাদশ ঘোষণা করল ভারত। সাউদামপ্টনে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিন পেসার, দুই স্পিনার কম্বিনেশনেই নামছেন বিরাট কোহলিরা। ইশান্ত শর্মা, জশপ্রীত বুমরা, মহম্মদ শামি, এই তিন অভিজ্ঞ পেসারকে নিয়েই নামছে ভারত। স্পিনার হিসেবে খেলছেন রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা। ওপেনার হিসেবে খেলছেন রোহিত শর্মা, শুভমন গিল। হনুমা বিহারির পরিবর্তে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে দলে রাখল ভারত। ১৫ জনের দলে থাকা ঋদ্ধিমান সাহা, মহম্মদ সিরাজ, হনুমা বিহারি বাদ পড়লেন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে স্পেশালিস্ট ব্যাটসম্যান হনুমা বিহারির পরিবর্তে অলরাউন্ডার জাদেজাকে দলে রেখে কোহলি বুঝিয়ে দিলেন আক্রমণাত্মক মেজাজেই নামছে ভারত। 

এক নজরে ফাইনালের একাদশ 

রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি।

অন্যদিকে, গাব্বায় অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতেছে ভারত। সেই ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। সঞ্জনা জানতে চাইলেন, 'কেমন ছিল সেই মুহূর্তটা'? একটু সময় না নিয়ে বুমরা বললেন, 'আমি খেলিনি ম্যাচটা। তবে স্মরণীয় মুহূর্ত'। পরের ছবিতে গিটার হাতে বুমরা। সঞ্জনার প্রশ্ন, 'তুমি গিটার বাজাও?' বুমরা বলেন, 'না, না। ২০১৪ সালে শেখার চেষ্টা করেছিলাম। দিদির গিটার এটা। তবে শেখা হয়ে ওঠেনি। কোনও একদিন নিশ্চয়ই শিখব।' এই সাক্ষাত্‍কার নিজে টুইট করা হয়েছে ICC-র তরফে।

మరింత సమాచారం తెలుసుకోండి: