কম্বল কিছুতেই আর তোলা হচ্ছে না। গরম পড়েছে। কেউ কেউ হালকা ফ্য়ান বা এসি চালানো শুরুও করে দিয়েছেন। কিন্তু ভোরবেলা হলেই বা একটু রাত বাড়লেই শীত শীত আমেজটা এখনও রয়েছে। সেই সঙ্গে বৃষ্টি পিছু ছাড়ছে না বাংলার। আবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই রাজ্যে বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুরের হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর-সহ মালদহ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে। শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গও মুক্তি পাচ্ছে না বৃষ্টি হাত থেকে। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে বুধবার রাত থেকে। এর ফলে বুধবার বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ এবং মুজাফফরাবাদে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। এরই প্রভাব পড়তে পারে বাংলায়।

তবে আজ সকালে সামান্য কুয়াশা থাকলেও পরে আংশিক মেঘলা আকাশ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৯ ডিগ্রি থেকে প্রায় ১ ডিগ্রি বেড়ে ১৮.৮ ডিগ্রী। গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। উত্তর পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে আজ রাতে। এর ফলে আজ দিনভর বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ ও মুজাফফরাবাদে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে।

మరింత సమాచారం తెలుసుకోండి: