ডিএ নিয়ে বিধানসভায় জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার (ডিএ) পরিমাণ এখন ১৭ শতাংশ বলে শুক্রবার বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বিধানসভায় তিনি জানিয়েছেন, অর্থের সংস্থান হলেই পর্যায়ক্রমে মেটানো হবে বকেয়া ডিএ। বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে রাজ্যপালের বাজেট বক্তৃতার উপর আলোচনার শেষে জবাবি ভাষণে এই তথ্য দেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, টাকা-পয়সার টান চলছে। তার মধ্যে রাজ্যের ন্যায্য প্রাপ্য মেটাচ্ছে না কেন্দ্র। ২০১০-১১ সালে তৎকালীন বাম সরকারের দেনা এখন শোধ করলাম আমরা। ক্ষমতায় আসার পর থেকে এ বছরের চলতি মাস পর্যন্ত তিন লক্ষ কোটি টাকার ঋণ শোধ করতে হয়েছে। মমতার কথায়, এত টানাটানির মধ্যেও কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে বেতন বৃদ্ধি করা হয়েছে। এর জন্য ১০ হাজার কোটি টাকা খরচ হচ্ছে।
click and follow Indiaherald WhatsApp channel