১১ বছর ধরে রিসার্চের পর শিকারা বানিয়েছিলেন। গত শুক্রবার এই সিনেমার মুক্তি হয়েছে। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে ছবি বানাতে চান পরিচালক বিধু বিনোদ চোপড়া। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন সম্পর্কে বাঙালিরা সকলেই অবগত। কিন্তু পরিচালক চান রবিঠাকুরকে নিয়ে রিসার্চ করেন এমন একজনের সাহায্য। পরিচালক হলে তো উপরি পাওনা। চিত্রনাট্যের প্রথম ড্রাফ্ট পেলে তিনি তৈরি করবেন রবি ঠাকুরের জীবনী নিয়ে ছবি।
click and follow Indiaherald WhatsApp channel