বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।  

অন্যদিকে, তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই, বলিউডে স্বজনপোষণ থেকে মাদককাণ্ড, সবেতেই উঠে এসেছে তাঁর নাম। তাঁকে নিয়ে বিতর্ক এখনও থামেনি। তারই মাঝে শুক্রবার আগামী বছর ৭৫তম স্বাধীনতা দিবস পালনের পরিকল্পনার কথা জানিয়ে টুইট করলেন বলিউডের পরিচালক, প্রযোজক। এখানেই শেষ নেয় এই উদ্যোগে অনুপ্রেরণা হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতেও ভোলেননি করণ। গান্ধী জয়ন্তি দিন (২ অক্টোবর) বলিউডের শিল্পী মহলের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনের পরিকল্পনার কথা জনিয়েছেন করণ। সেই টুই করণ জোহর ট্যাগ করেছেন রাজকুমার হিরানি, একতা কাপুর, আনন্দ এল রাই, সাজিদ নদিয়াদওয়ালা, রোহিত শেঠি এবং দীনেশ বিজন-কে। করণের টুইট থেকে জানা যাচ্ছে  "বীরত্ব, মূল্যবোধ এবং ভারতের সংস্কৃতি নিয়েই অনুপ্রেরণামূলক কিছু তৈরি করতে চলেছেন তাঁরা। 

మరింత సమాచారం తెలుసుకోండి: