ম্যাডোনার অসুস্থার খবর সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ভক্তরা। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁর আগামী সব শো আপাতত স্থগিত রাখা হয়েছে। পেজ সিক্স- এর রিপোর্ট মোতাবেক, তাঁকে ১২ ঘণ্টা তাঁকে চিকিৎসাধীন রাখা হয়েছিল। এছাড়াও জানা যাচ্ছে, শোয়ের জন্য তিনি সবরকম প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন। নিয়মিত মহড়াও দিচ্ছিলেন। কিন্তু, মুহূর্তে চিত্রটাই বদলে যায়। মঞ্চে পারফর্ম করার বদলে ঠিকানা হয় নিউ ইয়র্কের হাসপাতাল।
সম্প্রতি সঙ্গীত জীবনে চল্লিশ বছর উদযাপনে ‘সেলিব্রেশন ট্যুরে’র ঘোষণা করেছিলেন পপ তারকা। ভ্যাঙ্কুভারে ১৫ জুলাই তা শুরু হওয়ার কথা ছিল। আমেরিকার পর ইউরোপ হয়ে ১ ডিসেম্বরে আমস্টারডামে শেষ জলসার হওয়ার কথা ছিল। বর্তমান পরিস্থিতিতে যাবতীয় সফর বাতিল করা হল। গায়িকার ম্যানেজার জানিয়েছেন, 'আপাতত ওঁর যা যা কমিটমেন্ট আছে সব বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। এই বাতিলের তালিকার মধ্যে ওঁর আগামী ট্যুরও আছে। আরও যা যা তথ্য পাব আগামীতে আপনাদের সঙ্গে ভাগ করে নেব। একই সঙ্গে জানিয়ে দেওয়া হবে তাঁর ট্যুর থেকে শো কবে কোনটা রিশিডিউল করা হল।'
click and follow Indiaherald WhatsApp channel