বাবার মৃত্যুর পর মাকে নিয়ে ভিন রাজ্যে চাকরিতে যেতে চাননি তিনি। বোনকে লেখাপড়া শিখিয়েছেন। এখন কলকাতার রাস্তা দাপিয়ে বেড়াচ্ছেন স্টিয়ারিং হাতে। দীপ্তার প্রেরণা, তাঁর মা পদ্মশ্রী ঘোষ। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কলকাতায় চাকরি পেলেও সেখানে বদলি হতে পারে। তাই সে পথে যাননি। স্বাধীনভাবে কিছু করতে চেয়েছিলেন। সেখান থেকেই অ্যাপ ক্যাব (cab) চালানোর ভাবনা মাথায় আসে। 2022 সালে এই পেশায় যোগ দিয়েছিলেন তিনি। ২০২০ সালে তাঁর বাবার আকস্মিক মৃত্যু হয়।
দীপ্তা কলকাতার জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক কলেজেরও ছাত্রী। ২০১৬ সালে তিনি গ্রাজুয়েশন করেন। বিভিন্ন জায়গায় কাজ করেছেন। এরপর ২০২১ সালে গাড়ি চালানোর লাইসেন্স পান। তাঁর মায়ের পরামর্শে একটি ক্যাব কেনেন তিনি। সেখান থেকে এখন মাসে 35 থেকে40 হাজার টাকা উপার্জন করেন। সবচেয়ে বড় কথা তিনি নিজেই সেখানে নিজের বস। ঠিক যেমনটি চেয়েছিলেন দীপ্তা। এক সময় ভাবতেন পুলিশ অফিসার হবেন। তা হয়ে ওঠেনি। তবে স্বাধীনভাবে চাকরি করার ইচ্ছা পূরণ হয়েছে। দীপ্তা জানিয়েছেন, সপ্তাহে ছয় দিন তিনি গাড়ি চালান। একদিন বিশ্রাম। মন না চাইলে ডিভাইস বন্ধ করে দেন।
click and follow Indiaherald WhatsApp channel