শুধু রোহিত শর্মা নন। মাসল স্ট্রেইনের কারণে খেলতে পারছেন না ভারতীয় পেসার নভদীপ সাইনিও। রোহিতের পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছিল অভিমন্যু ঈশ্বরণকে। কিন্তু প্রথম টেস্টে দুরন্ত সেঞ্চুরি করেন শুভমান গিল। ফলত দ্বিতীয় টেস্টে অভিমন্যুর দলে সুযোগ পাওয়া প্রায় অসম্ভব।
প্রসঙ্গত, প্রথম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ১৮৮ রানে জয় পায় ভারত। দুরন্ত ব্যাটিং করেন শুভমান গিল এবং চেতেশ্বর পূজারা। দ্বিতীয় একদিনের ম্যাচ চলাকালীন স্লিপে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান ভারত অধিনায়ক। মনে করা হচ্ছিল দ্বিতীয় টেস্টে ফিরে আসবেন তিনি। কিন্তু এখনও আঙুলের চোট সেরে ওঠেনি তাঁর।
জানুয়ারিতে ভারতে আসছে শ্রীলঙ্কা।৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ। দু’দলের মধ্যে খেলা হবে ৩টি একদিনের ম্যাচ এবং ৩টি টি২০ ম্যাচ। আশা করা হচ্ছে, ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজ থেকে দলে স্বমহিমায় ফিরবেন রোহিত শর্মা।
click and follow Indiaherald WhatsApp channel