তিনি বরাবরই ছক ভাঙা চরিত্রে অভিনয় করেন। নিজেই টেনে নিয়ে গেয়েছেন একাধিক সিনেমা। তাই তিনি সবসময়ই ছক ভাঙা নতুন চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন। তিনি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। রনি স্ক্রুওয়ালা প্রযোজিত Tejas ছবিতে মহিলা বায়ু সেনা পাইলটের চরিত্রে অভিনয় করতে চলেছেন কঙ্গনা। দু’ সপ্তাহ আগেই এই ছবির চুক্তি সই করেছেন তিনি। সম্প্রতি মুম্বই মিরর-কে দেওয়া একটি সাক্ষাত্কারে কঙ্গনা জানিয়েছেন, ‘ছোটবেলা থেকেই ভারতীয় সেনাদের বীরগাথা আমাকে মুগ্ধ করত। তাই বহুদিন ধরেই এমন একটি চরিত্রে অভিনয়ের ইচ্ছে ছিল। আমাদের জওয়ানদের হিরোইজম নিয়ে সব সময়ে মুক্ত কন্ঠে নিজের মুগ্ধতার কথা জানিয়েছি। তাঁরা দেশ ও দেশবাসীকে সুরক্ষিত রাখতে যে আত্মত্যাগ করেন তা ভাষায় প্রকাশ করা যায় না। এই ছবির কাজ পেয়ে আমি সত্যিই ভীষণ খুশি।’
click and follow Indiaherald WhatsApp channel