দেশে করোনা হু হু করে বাড়ছে। আর করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করবেন প্রধানমন্ত্রী। রবিবার বিকাল সাড়ে চারটে নাগাদ এই বৈঠক হওয়ার কথা। গত ২৪ ঘণ্টায় দেশে অন্তত এক লক্ষ ৫৯ হাজার কোভিড আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এক সপ্তাহ আগে এই সংখ্যা ছিল ২৭,৫৫৩। কোভিডের এই স্ফীতিতে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। কী ভাবে এর মোকাবিলা সম্ভব তা নিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলতেই এই বৈঠকের ডাক দিয়েছেন বলে জানা গিয়েছে।

অন্যদিকে, রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৮,৮০২ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ১৮,২১৩। সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গিয়েছে আক্রান্তদের অধিকাংশ ওমিক্রন আক্রান্ত। শনিবারের হিসেব ধরলে এখনওপর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হলেন ১৭,৩০,৭৫৯ জন। শুক্রবারের তুলনায় রাজ্যে করোনার মৃতের সংখ্যা সামান্যই বাড়ল। শুক্রবার রাজ্যে করোনার শিকার হয়েছিলেন ১৮ জন। শনিবার সেই সংখ্যা বেড়ে হল ১৯। এনিয়ে রাজ্যে করোনার মৃত্যু হল ১৯,৮৮৩ জন। এদিকে, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সামান্য বাড়লেও উদ্বেগ বাড়াচ্ছে পজিটিভিটি রেট। শুক্রবার রাজ্যে পজিটিভিটি রেট ছিল ২৬.৩৪ শতাংশ। ২৪ ঘণ্টায় তা বেড়ে হল ২৯.৬০ শতাংশ। পাশাপাশি রাজ্যে যে ভাবে করোনা বাড়ছে তাতে একাধিক ব্যবস্থা নিতে চলেছে বিভিন্ন শহর। রাজ্যের বিভিন্ন শহরে কোথায় একদিন অন্তর বাজার খোলা কোথায় কড়া বিধিনিষেধ আরোপ করেছে বিভিন্ন পুরসভা। এমনকি আসন্ন ৪ পুরনিগমের ভোটে রাজনৈতিক দলগুলিকে সভা না করার আহ্বান জানাল রাজ্য নির্বাচন কমিশন।

మరింత సమాచారం తెలుసుకోండి: