উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুর হাত থেকে ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ গ্রহণ করা হল না অমিতাভ বচ্চনের। বর্ষীয়ান অভিনেতা রবিবার টুইটে জানিয়েছেন, তাঁর জ্বর হয়েছে। চিকিৎসক তাঁকে মুম্বই থেকে দিল্লি যাওয়ার অনুমতি দেননি। ফলে সোমবার তিনি জাতীয় পুরস্কারের মঞ্চে উপস্থিত থাকতে পারছেন না। এ দিন দিল্লির বিজ্ঞান ভবনে ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন উপরাষ্ট্রপতি।
নভেম্বর মাসে পঁচিশতম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেননি অমিতাভ। সে বারেও তাঁর অনুপস্থিতির কারণ ছিল অসুস্থতা। প্রবীণ কুশীলব কয়েক দিন চিকিৎসাধীনও ছিলেন মুম্বইয়ের নানাবতী সুপার স্পেশালিটি হাসপাতালে। প্রথমে শোনা গিয়েছিল তিনি লিভারের অসুখে আক্রান্ত। পরে হাসপাতালের তরফে জানানো হয়, তাঁর রুটিন চেক আপ করা হয়।
রীতি অনুযায়ী, প্রাপকের হাতে জাতীয় পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। গত বছর অনুষ্ঠানের দ্বিতীয় অর্ধে কয়েক জনকে পুরস্কৃত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রথম অর্ধে বেশির ভাগ পুরস্কারই প্রাপকদের হাতে তুলে দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং রাজ্যবর্ধন সিংহ রাঠৌর।
এ বছর গত অগস্টে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের নাম ঘোষিত হয়। সেরা ছায়াছবির পুরস্কার পেয়েছে গুজরাতি ভাষার ছবি ‘হেল্লারো’। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির জন্য ভিকি কৌশল এবং ‘অন্ধা ধুন’ ছবিতে অভিনয়ের সুবাদে আয়ুষ্মান খুরানা যুগ্ম ভাবে সেরা অভিনেতা বলে বিবেচিত হয়েছেন। তেলুগু ছবি ‘মহানটী’-র জন্য সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন কীর্তি সুরেশ।
click and follow Indiaherald WhatsApp channel