২০০৯ সালে বলিউডে এন্ট্রি নেন শ্রীলঙ্কার সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ। একের পর এক সুপার হিট ছবিতে ইতিমধ্যেই পায়ের তলার জমি শক্ত করে ফেলেছেন বলিউডের এই সুন্দরী অভিনেত্রী। এমনকী তাঁর অভিনয়ও দর্শক হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। তাঁর এখন অগণীত ফ্যান। আর সেই জ্যাকলিনই নাকি প্রথম জীবনে অবিনেত্রী হতে চাননি। হ্যাঁ, নেহা ধুপিয়ার শো-তে একথাই জানিয়েছেন জ্যাকলিন। তিনি বলেন, “কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছি। নান-রা আমাদের ক্লাস নিতেন। ওঁদের লাইফস্টাইল বেশ লাগত আমার। রোজ চার্চে যেতাম। গান গাইতাম। মনে হত আমার আর কোথাও যাওয়ার দরকার নেই।” তাহলে হঠাৎ সেই চিন্তা থেকে সরেই বা এলেন কেন? কেন হলেন না সন্ন্যাসিনী? জ্যাকলিনের সহাস্য উত্তর, “তখন থেকেই তো ছেলেদের উপর ক্রাশ জন্মাতে লাগল। আর আমি বুঝে গেলাম। নান হওয়া আমার কম্ম না।”
click and follow Indiaherald WhatsApp channel