এদিন বিকেল ৫টায় ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে বসে তৃণমূলের নবগঠিত কর্মসমিতির বৈঠক। এই বৈঠক শেষে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) পদাধিকারীদের নাম ঘোষণা করেন। তিনি বলেন, ''সর্বভারতীয় সহ সভাপতি যশবন্ত সিনহা, সুব্রত বক্সী এবং চন্দ্রিমা ভট্টাচার্য। সর্বভারতীয় কোষাধ্যক্ষ হলেন অরূপ বিশ্বাস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্বন্বয়য়কারী হিসেবে থাকছেন ফিরহাদ হাকিম। বৈদেশিক ও অর্থনৈতিক নীতি পলিসি গঠন করবেন যশবন্ত সিনহা, অমিত মিত্র প্রমুখরা। জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায়। রাজ্যসভা এবং লোকসভায় মুখপাত্র হিসেবে থাকবেন যথাক্রমে সুখেন্দুশেখর রায় এবং ড. কাকলি ঘোষ দস্তিদার। উত্তরপূর্ব ভারতের দায়িত্বে থাকবেন সুস্মিতা দেব, সুবল ভৌমিক, মুকুল সাংমা। এছাড়াও জাতীয় স্তরে তৃণমূলের মুখপাত্র সুখেন্দুশেখর রায়, ড. কাকলি ঘোষ দস্তিদার এবং মহুয়া মৈত্র।''
click and follow Indiaherald WhatsApp channel