বুমরা-সঞ্জনা তাঁদের পরিবারের সদস্যরা এই বিবাহ পর্ব নিয়ে শুরু থেকে বেশ গোপনীয়তা বজায় রেখেছিলেন। ফলে গত কয়েক দিন ধরে ভারতীয় দলের তারকার বিয়ে নিয়ে গুঞ্জন চলছিল চরমে। যদিও বিয়ে মিটতেই দ্বিতীয় ইনিংসের ছবি নেট মাধ্যমে দিলেন বুমরা। সেই ছবি টুইটারে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে গেল। টুইটারে বুমরা লিখেছেন, “ভালবাসা তার পথ খুঁজে তোমার কাছে চলে এসেছে। একরাশ ভালবাসা নিয়ে আমাদের নতুন পথ চলা শুরু হল। আজকের দিনটা আমাদের কাছে খুবই কাছের। খুবই প্রিয়। খুবই আনন্দের দিন। সবার কাছে আশীর্বাদ ও শুভেচ্ছা আশা করি।” প্রসহ্গত, গুজরাটে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দিন-রাতের টেস্ট খেলার পর ছুটি নিয়েছিলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। খেলেননি ফাইনাল টেস্ট ম্যাচ। টি-২০ সিরিজেও নেই তিনি। তাঁর বিয়ে নিয়ে গুঞ্জন চলছিলই। কিন্তু, গোপনীয়তা ধরে রেখেছিলেন জসপ্রীত-সঞ্জনা। বলে রাখি, বিসিসিআই-র একটি অনুষ্ঠানে ক্রীড়া সঞ্চালিকা সঞ্জনা গণেশনের সঙ্গে আলাপ হয়েছিল বুমরার।
click and follow Indiaherald WhatsApp channel