অন্যদিকে, আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত। বলিউড অভিনেতার মৃত্যুর সঙ্গে খুনের তত্ত্বের কোনও যোগ নেই। সম্প্রতি এইমসের চিকিৎসক সুধীর গুপ্তার ওই দাবির পর থেকেই জোর শোরগোল শুরু হয়েছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলে কঙ্গনা রানাউতকে একহাত নিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। স্বরা বলেন, দুর্ভাগ্যবশত আত্মহত্যার জেরে মৃত্যু হয়েছে সুশান্ত সিং রাজপুতের। তাহলে এবার কিছু মানুষ তাঁদের পুরস্কার ফিরিয়ে দেবেন তো! কঙ্গনাকে আক্রমণ করেই যে স্বরা ওই টুইট করেন, তা বুঝতে পারে বি টাউন। এরপরই স্বরা ভাস্করকে পালটা আক্রমণ করেন কঙ্গনা রানাউত। তিনি বলেন, তিনি যদি একটি মিথ্যে অভিযোগ করেন এবং তা প্রমাণিত হয়, তাহলে তিনি নিজের পুরস্কার ফেরত দিয়ে দেবেন। তিনি কথা দিয়েছেন বলেও স্পষ্ট জানান কঙ্গনা।
click and follow Indiaherald WhatsApp channel