অন্যদিকে, অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্য নিয়ে সিবিআই, ইডি, এনসিবি-র মতো তিনটি তদন্তকারী সংস্থা তাঁকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেছে। তার পর জেল। প্রবল মানসিক চাপ থেকে বাঁচতে যোগ ব্যায়ামকেই বেছে নিয়েছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বাইকুল্লা জেল থেকে মুক্তির পরে এ কথা জানিয়েছেন তাঁর আইনজীবী সতীশ মানেশিন্ডে। মাদক যোগের অভিযোগে ২৮ দিন জেলে থাকতে হয়েছে সুশান্তের বান্ধবী রিয়াকে। গত কাল বম্বে হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করার পরে একটি টেলিভিশন চ্যানেলকে মানেশিন্ডে জানান, বাইকুল্লা জেলে গিয়ে তিনি দেখেছিলেন, মানসিক চাপ জয় করে অভিনেত্রী নিজেকে ভাল রেখেছেন। জেলে নিজে তো যোগব্যায়াম করতেনই, অন্য বন্দিদেরও যোগ শেখাতেন রিয়া।
click and follow Indiaherald WhatsApp channel