রহস্য-রোমাঞ্চ নিয়ে প্রকাশ্যে ‘তীরন্দাজ শবর’-এর টিজার। বছর চারেক বাদে রহস্যের সমাধান করতে শহরে আবারও পা রাখছেন ‘শবর’ শাশ্বত চট্টোপাধ্যায়। সঙ্গী ‘নন্দ’ শুভ্রজিৎ দত্ত। বহু প্রতীক্ষার পর শেষমেশ অরিন্দম শীল পরিচালিত ‘তীরন্দাজ শবর’-এর ট্রেলার প্রকাশ্যে এল। তবে ‘তীরন্দাজ শবর’-এর চমক নাইজেল আকারা। গাড়িচালকের ভূমিকায় অভিনয় করেছেন। চরিত্রের নাম সুমিত ঘোষ। তাঁর ট্যাক্সিতে উঠেই খুন হয়ে যায় দুজন। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে না গিয়ে সেই দুই লাশ নিয়ে সুমিত পৌঁছয় সোজা থানায়। সেখানে ইনস্পেক্টর শবর দাশগুপ্তর কড়া জেরার মুখে পড়তে হয়।

অন্যদিকে, ক্স অফিসে সাড়া জাগিয়েছে এস এস রাজামৌলির ছবি ট্রিপল আর বা আরআরআর। মুক্তির পর থেকে ঝড় তুলেছিল এই ছবি। চারটি ভাষায় মুক্তিপ্রাপ্ত এই ছবি সারা বিশ্ব জুড়ে ব্যবসা করেছে ১১৩৩ কোটি টাকা। ভারতীয় সিনেমার ইতিহাসে জায়গা করে নিয়েছে এই ছবি। এবার ওটিটিতে মুক্তি পেতে চলেছে এই ছবি। করোনা অতিমারিতে যখন জর্জরিত ভারতীয় ছবির ব্যবসা তখন তেলুগু ছবির দুই মহারথীকে সঙ্গে নিয়ে যুদ্ধে নেমেছিলেন এস এস রাজামৌলি। রামচরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট অভিনীত রাইস রোর রিভোল্ট অর্থাৎ ট্রিপল আর প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তোলে। প্রথমদিনেই সারা বিশ্ব জুড়ে এই ছবির কালেকশন ছিল ২২৩ কোটি ভারতীয় মুদ্রা। তিনদিনেই ৫০০ কোটি ঘরে তুলেছে এই ছবি। তারপর পার করেছে ১০০০ কোটির বাউন্ডারি। বক্স অফিসে সর্বকালের সেরা তিন ছবির মধ্যে জায়গা করে নিয়েছে ট্রিপল আর।

మరింత సమాచారం తెలుసుకోండి: