
মুক্তির ৪৮ ঘণ্টার মধ্যেই ফাঁস হয়ে গেল রাজ চক্রবর্তী পরিচালিত বহুল আলোচিত ছবি ‘পরিণীতা’। ইউটিউবে ফাঁস হয়েছিল শনিবারেই। রবিবার থেকে তা মিলছে টরেন্টেও। গত শুক্রবারই বড় পর্দায় মুক্তি পেয়েছিল বহু প্রতীক্ষিত ওই ছবি। প্রথম দিন থেকে দর্শক মহলেও বেশ ভাল সাড়া জাগিয়েছিল শুভশ্রী-ঋত্বিক অভিনীত পরিণীতা। কিন্তু শেষ রক্ষা হল না।‘পাইরেসি’-র জাল বিছানো সর্বত্র। সেই জালেই আটকা পড়ল ‘পরিণীতা’।
খুব সম্ভবত ইউটিউবে যে ভার্সনটি আপলোড করা হয়েছে তা কোন হল থেকে মোবাইলে তোলা বলেই মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই ঘটনাটিতে রা খুবই হতাশ। তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান “এটা আমারও নজরে এসেছে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব টরেন্ট এবং ইউটিউব থেকে ছবিটি সরিয়ে ফেলার। সাইবার সেল বিভাগে অভিযোগ দায়ের করেছি। দেখা যাক কী হয়।”
বাণিজ্যিক ভাবে ক্ষতির কথা মেনে নিয়ে রাজের বক্তব্য “অবশ্যই তাই। অনেক দর্শক রয়েছেন যাঁরা হলে না গিয়ে টরেন্ট থেকে নামিয়েই ছবিটি দেখে নেবেন।” তবে এ সবের মধ্যেও আশাবাদী রাজ। বললেন,“ইউটিউবে আপলোড করা ভিডিয়োটি গুণমানের দিক দিয়ে খুবই খারাপ। যাঁরা সত্যি সিনেমা ভালবাসেন, আমার মনে হয় তাঁরা হলে গিয়েই ছবিটি দেখবেন।”
ইন্ডাস্ট্রির প্রত্যেকের সহযোগিতা কামনা করে রাজ আরও বলেন “আমার ক্ষতি হচ্ছে বলে অন্য কেউ হাসবে সেটা করলে হবে না।”