চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতের ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ানের। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে পারনেনি। তারপর মাঠে ফিরে বেশ ছন্দে ছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি২০-তে ফের চোট পান গব্বর। আশঙ্কা হয়েছিল সিরিজ নির্ণায়ক ম্যাচে খেলতে পারবেন কিনা। তবে শেষ পর্যন্ত মাঠে নেমেছিলেন শিখর ধাওয়ান। কিন্তু অ্যারন ফিঞ্চের মারা শর্ট আটকাতে গিয়ে ফের চোট পান ধাওয়ান। তোট এতটাই গুরুতর ছিল যে ব্যাট করতে নামতে পারেননি। সোমবারই অকল্যান্ডের উদ্দেশ্যে যে ভারতীয় দল রওনা দিয়েছে সেই দলের সঙ্গে যাননি শিখর ধাওয়ান। এদিকে ৫ ফেব্রুয়ারি থেকে শুরু একদিনের সিরিজ। ইতিমধ্যে যদি শিখরের চোট না সারে সেক্ষেত্রে টি-টোয়েন্টি সিরিজের পর একদিনের সিরিজ থেকেই ছিটকে যাবেন শিখর। ২৪ জানুয়ারি থেকে শুরু নিউ জিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
View this post on Instagramगिरते हैं शहसवार ही मैदान -ए-जंग में; वो तिफ्ल क्या गिरेगा जो घुटनों के बल चले!
click and follow Indiaherald WhatsApp channel