অন্যদিকে, সংবাদমাধ্যমে মিথ্যা বয়ান দিয়েছেন প্রতিবেশী। তা নিয়ে পদক্ষেপ করলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু-তদন্তের দায়িত্বে থাকা সিবিআইকে চিঠি লিখে বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘মিথ্যা বয়ান দিয়ে তদন্তকে বিপথে চালিত করার চেষ্টা করেছেন ওই প্রতিবেশী। তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।’ গত ১৪ জুন বান্দ্রার বাড়ি থেকে সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই থেকে গত চার মাস ধরে তাঁর বান্ধবী রিয়াকে নিয়ে টানাপড়েন চলছে। সুশান্তের পরিবারের অভিযোগ, রিয়াই তাঁদের ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। তাঁর টাকাপয়সা নয়ছয় করেছেন। তদন্তকারী সংস্থাগুলি এখনও পর্যন্ত তার কোনও হদিশ না পেলেও রিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ফেলেছেন নেটাগরিকরা।
click and follow Indiaherald WhatsApp channel