প্রিয় সুপারস্টারকে সামনে পেয়ে আবেগ ধরে রাখতে না পারার অপরাধে শাস্তি পেতে হল ভাইজানের এক ভক্তকে।রাগের চোটে ভক্তের মোবাইল নিয়ে ছুঁড়েই ফেলে দিলেন ভাইজান।গোয়া বিমানবন্দরের ঘটেছে ওই ঘটনা। সলমন খান বিমানবন্দর থেকে বেরোতেই দৌড়ে গিয়েছিলেন ছবি তুলতে। কিন্তু না জিজ্ঞেস করে মুখের সামনে সেলফির ভঙ্গিমায় ফোন তুলতেই রেগে গেলেন ভাইজান। শুধু রেগেই যাননি, সেই ভক্তের ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দিলেন তিনি।ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় উঠেছে।
‘রাধে’র শুটিংয়ের জন্য গোয়া গিয়েছিলেন ভাইজান। গোয়া বিমানবন্দরের ঘটেছে ওই ঘটনা। সলমন বিমানবন্দর থেকে বেরোচ্ছেন। তাই স্বাভাবিক ভাবেই আগে থেকেই ফোটোশিকারিরা ভিড় করেছিলেন সেখানে। তাঁদেরই একজনের ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনাটি।
সোশ্যাল মিডিয়ায় সলমনের সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই ফ্যানেদের মধ্যেও তৈরি হয়েছে মতবিরোধ। সলমন খান বিমানবন্দর থেকে বেরোতেই দৌড়ে গিয়েছিলেন ছবি তুলতে। কিন্তু না জিজ্ঞেস করে মুখের সামনে সেলফির ভঙ্গিমায় ফোন তুলতেই রেগে গেলেন ভাইজান। শুধু রেগেই যাননি, সেই ভক্তের ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দিলেন তিনি।কেউ বলছেন, ভাইজান যা করেছেন বেশ করেছেন। সম্মতি না নিয়ে ছবি তোলার কী আছে? ফিল্মস্টার বলে কি তাঁদের কোনও ব্যক্তিগত জীবন নেই? অন্যদিকে কেউ কেউ বলছেন, ভক্তের এ রকম ব্যবহার করা মোটেই উচিত হয়নি। কিন্তু পাশাপাশি ভাইজানও ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে একটু বাড়াবাড়িই করে ফেলেছেন।
click and follow Indiaherald WhatsApp channel