রাজ্যের সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলোর পোশাকের রঙ নির্দিষ্ট করে দিল শিক্ষা দফতর। প্রাক্ প্রাথমিক স্তর থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ইউনিফর্ম দেয় রাজ্য সরকার। সিদ্ধান্ত হয়েছে, এ বার সেই ইউনিফর্ম দেওয়া হবে নীল-সাদা রঙের। থাকবে বিশ্ববাংলা লোগো। রাজ্য সরকার সূত্রে খবর, ছাত্রদের নীল প্যান্ট ও সাদা জামা দেওয়া হবে। ছাত্রীদের জন্য নীল সাদা সালোয়ার কামিজ ও শাড়ি দেওয়া হবে। প্রতিটি ইউনিফর্মেই থাকবে বিশ্ববাংলার লোগো।নির্দেশিকা জারি করে জানান হল যে, এবার থেকে স্কুলগুলোর পোশাকের রঙ হবে নেভি ব্লু ও সাদা। একই সঙ্গে প্রতিটি পোশাকে থাকবে 'বিশ্ব বাংলা'র (Biswa Bangla) লোগো। পকেটের উপর থাকবে 'বিশ্ব বাংলা'র (Biswa Bangla) লোগো। সরকারের এই নির্দেশিকার বিরোধিতায় সরব বিজেপি (BJP)।

স্কুলের পোশাকের পকেটে 'বিশ্ব বাংলা'র (Biswa Bangla) লোগো রাখারও নির্দেশিকা জারি হয়েছে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই নির্দেশিকার বিরোধিতা করেছে বিজেপি (BJP)। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "এই সিদ্ধান্তকে রাজনৈতিক বলেই মনে করছি। আমি এবং আমরা দলের তরফে এই সিদ্ধান্তের বিরোধিতা করছি। বহু স্কুল রয়েছে যারা একশো বছরের বেশি। তাঁদের নিজস্ব পোশাকবিধি রয়েছে। যা একশো বছর ধরে চলছে। এটা একটা একনায়কতন্ত্র সিদ্ধান্ত। আগামিদিনে এটা ভাল হবে না। স্কুলের পরিচালন সমিতি রয়েছে। তারাই সিদ্ধান্ত নেবে পোশাকর রঙ কী হবে।" (এই প্রতিবেদনে ব্যবহার করা ছবি প্রতীকী)

మరింత సమాచారం తెలుసుకోండి: