বৈশাখের শুরুতে কালবৈশাখীর সম্ভাবনা থাকলেও বৃষ্টি অধরাই ছিল। পূর্বাভাস মেনে বৃষ্টি অবশ্য হয়নি। উত্তরবঙ্গে লাগাতার চলছে বৃষ্টি। আর চাঁদিফাটা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। এবার কিছুটা হলেও স্বস্তি রাজ্যবাসীর। আজই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সুস্পষ্ট পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।হাওয়া অফিস জানাচ্ছে, আজই মরশুমের প্রথম কালবৈশাখীর সাক্ষী হতে পারে কলকাতা। যার ফলে শহর এবং শহরতলীতে গুমোট গরমের হাত থেকে রেহাই মিলবে। এছাড়াও লকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী কয়েকদিন। জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৬-৮৮ শতাংশ।

বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৬। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কাল রাতের তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৬ শতাংশ। উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের পাঁচ জেলায় আজ থেকে আগামী ২৪ ঘণ্টা তাপপ্রবাহের সতর্কতা নেই। তবে তাপমাত্রা স্বাভাবিকের বেশি থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

మరింత సమాచారం తెలుసుకోండి: