ওই জার্সি আর্জেন্টিনার (Argentina) প্রথাগত, বিখ্যাত আকাশি-সাদা নয়, নীল রঙের অ্যাওয়ে জার্সি। সোশ্যাল মিডিয়ায় সেই জার্সি গায়ে মেসির ছোট্ট একটি ভিডিও প্রকাশিত হয়েছে। মেসি প্রথমে সামনের দিকে তাকিয়ে তারপর ঘুরে গিয়ে পিঠ দেখালেন, তাতে কারও নাম লেখা নেই শুধু ১০ নম্বর লেখা রয়েছে। তবে এই জার্সিটি মারাদোনার পরা জার্সি নয় বলেই খবর, এটি সম্ভবত তার রেপ্লিকা। মারদোনা যেটি পরে খেলেছিলেন সেটির রং গাঢ়।
২০২৬ সালের বিশ্বকাপে মেসির খেলার সম্ভাবনা নেই বললেই চলে। কাতার বিশ্বকাপ জেতার কিছুদিনের মধ্যেই তিনি জানিয়ে দিয়েছিলেন, পরের বিশ্বকাপে খেলবেন না। তবে পরবর্তী কোপা আমেরিকা খেলার ইচ্ছে রয়েছে তাঁর। মেসি না বললেও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি চান মেসি পরের বিশ্বকাপেও খেলুন। এমনটা চান তাঁর সতীর্থরাও। ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে মার্কিন মুলুকে ইতিমধ্যেই ম্যাজিক দেখাতে শুরু করেছেন তিনি, জাতীয় দলের জার্সি গায়েও কি ২০২৬ সালে খেলবেন সেখানে? এটাই এখন কোটি টাকার প্রশ্ন।
click and follow Indiaherald WhatsApp channel