গিনেস বুকে নাম তুলল হুন্ডাইয়ের ইলেকট্রিক গাড়ি কোনা৷ হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড ইলেকট্রিক চার্জে চলা এই এসইউভি গাড়িটি তৈরি করেছে৷ উচ্চ যাত্রাপথের নিরিখে এই গাড়িটি গিনেস বিশ্ব রেকর্ডে নাম তুলেছে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে৷
সংস্থার তরফে সম্প্রতি এ নিয়ে একটি প্রেস বিবৃতি দেওয়া হয়৷ সেখানেই জানানো হয় ওই গাড়িটি সম্প্রতি তিব্বতে ৫৭৩১ মিটার উচ্চতার সাউ লা অতিক্রম করেছে৷ এর কোনও ইলেকট্রিক গাড়ি এত উচ্চতায় উঠতে পারেনি৷ এতদিন কোনও ইলেকট্রিক গাড়ি সর্বোচ্চ ৫৭১৫.২৮ মিটার উচ্চতা পর্যন্তই যেতে পেরেছিল৷
কোনা নামের এই ইলেকট্রিক এসইউভি-টি একবার চার্জ নিয়ে ৪৫২ কিলোমিটার যেতে পারে৷ প্রচুর বরফ পড়ে গাড়ি চলাচলে প্রতিকূল পরিস্থিতি তৈরি হলেও এই গাড়ি নিয়ে যাতায়াত সম্ভব৷
গাড়িতে নর্মাল চার্জার যেমন রয়েছে, তেমনই পোর্টেবল চার্জারের ব্যবস্থা করা হয়েছে৷ এছাড়া দেশের বেশ কয়েকটি বড় শহরে বিশেষ গাড়ির ব্যবস্থাও করে রেখেছে হুন্ডাই৷ সেই গাড়িগুলিই জরুরি পরিস্থিতিতে এই কোনা গাড়িকে চার্জের ব্যবস্থা করে দেয়৷

మరింత సమాచారం తెలుసుకోండి: