ওভালে দুরন্ত পারফরম্যান্সে আইসিসি-র মাসের সেরা ক্রিকেটার (ICC Player of the Month) হিসেবে মনোনীত হয়েছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। দুই ইনিংসে চার উইকেট নেওয়া বুমরা ওভালে টপকে গেলেন কিংবদন্তি কপিল দেবকে (Kapil Dev)। ভারতীয় জোরে বোলার হিসেবে সবথেকে কম টেস্ট ১০০ উইকেট নিলেন বুমরা। তবে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার বিচারে প্রথম দশে কারা রয়েছেন এক নজরে দেখে নেওয়া যাক -

* আর অশ্বিন - ১৮টি টেস্ট

* এরাপল্লি প্রসন্ন - ২০টি টেস্ট

* অনিল কুম্বলে - ২১টি টেস্ট

* সুভাষ গুপ্তে - ২২টি টেস্ট

* ভগবৎ চন্দ্রশেখর - ২২টি টেস্ট

*  প্রজ্ঞান ওঝা - ২২টি টেস্ট

*  বিনু মাঁকড় - ২৩টি টেস্ট

* রবীন্দ্র জাদেজা - ২৪টি টেস্ট

* জসপ্রীত বুমরা - ২৪টি টেস্ট

* কপিল দেব - ২৫টি টেস্ট

*  ইরফান পাঠান - ২৯টি টেস্ট

এবং মহম্মদ শামি  - ২৯টি টেস্টে

প্রসঙ্গত, ওভাল টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৬৫ ওভারের শেষ বলে অসাধারণ একটা বল করে ওলি পোপকে বোল্ড করেন বুমরাহ। মাত্র ২ রান করেই সাজঘরে ফিরে যান ওলি পোপ। এরপরে ৬৭ ওভারে বল করতে এসে ফের সাফল্য পান ভারতীয় পেস বোলার। এ বার তিনি জনি বেয়ারস্টোকে বোল্ড করলেন। খাতাই খুলতে দিলেননা বেয়ারস্টোকে। বুমরাহের এই স্পেলের জন্যই ম্যাচে দাদাগিরি করতে থাকে ভারত। তবে এই স্পেল করার জন্য বুমরাহ অনুরোধ করেছিলেন বিরাট কোহলির কাছে। ম্যাচ শেষে সেটাই জানালেন বিরাট।

మరింత సమాచారం తెలుసుకోండి: