কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোর আগে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে ষষ্ঠীর দিন বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যার প্রভাবে সপ্তমী থেকে দশমী দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। যার ফলে মাটি হতে পারে পুজোর আনন্দ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে। মঙ্গল ও বুধবার দার্জিলিং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, দুই দিনাজপুরেও। পুজোর মধ্যে উত্তরের জেলাগুলিতেও বর্ষণের সম্ভাবনা রয়েছে। নবমী থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে আগামি ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পার্বত্য সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ-সহ দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি হতে পারে। অষ্টমী পর্যন্ত হালকা ও মাঝারি বৃষ্টি চলবে। নবমী থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। তবে এক্ষেত্রেও কোন জেলায় কতটা বৃষ্টি, তা কাল বিকেল সাড়ে তিনটেয় জানাবে আলিপুর আবহাওয়া দফতর। প্রসঙ্গত, খিদিরপুর ২৫ পল্লির পুজো উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী পুজোর সময়ে বৃষ্টির আশঙ্কা নিয়ে কথা বললেন। ততক্ষণে পুজোর সময়ে বৃষ্টি হবে, আবহাওয়া দফতর থেকে এই পূর্বাভাস চলে এসেছে। আর সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা দুর্গাকে উদ্দেশ্য করে বললেন, মা পুজোয় খুব বেশি বৃষ্টি দিও না, অল্প বৃষ্টিই দাও, কেননা, অনেক বিদেশি পর্যটকেরা শহরে এসেছেন, পুজো দেখবেন বলে। তাঁদের খুব অসুবিধা হবে।

మరింత సమాచారం తెలుసుకోండి: