বলিউডের বাদশা কিং খান।প্রতি পদক্ষেপে তাঁর অর্জিত সাফল্য এক অন্য মাত্রা এনে দেয়।একবার কোন পথ চলতে শুরু করলে পিছন ফিরে তাকানোর অভ্যাস তাঁর নেই।সিনেমা চলুক বা না চলুক তাঁর কাজের ক্ষেত্রে সেটা খুব একটা মনঃসংযোগের অভাব ঘটাতে পারেনা।চরিত্রের সঙ্গে মানানোর জন্য নিজেকে ভেঙ্গে চুরে তৈরি করতে তিনি সবার আগে।তবে আজকের দিনটি তাঁর কাছে গর্বের দিন।বাবা মা নিজেরা যতই সাকসেসফুল হন না কেন, নিজের ছেলে মেয়েরা কিছু করলে স্বাভাবিকভাবেই গর্বে তাদের বুক ফুলে ওঠে।
‘দ্যা লায়ন কিং’ এর টিজার প্রকাশ পেয়েছে।এর আগের টিজারে ছোট্ট সিংহ ছানা সিম্বার বাবা মুস্তাফার চরিত্রে গলা মিলিয়েছিলেন কিং খান।আর শাহরুখ পুত্র আরিয়ান গলা মিলিয়েছেন ছোট্ট সিম্বার চরিত্রে।
আর সেই গলার আওয়াজ শুনলে যে কেও চমকে উঠতে বাধ্য।কারন তাঁর গলার আওয়াজ অবিকল তাঁর বাবার মত।পিতা পুত্রের গলার আওয়াজ কি করে এতটা এক হয়, ভাবলে চমকে উঠতে হয়।মনে হয় আরিয়ান বাবার পথেই হাঁটবেন।সাফল্য তাঁকে কতটা ধরা দেবে সেটা এখন শুধু সময়ের অপেক্ষা।
click and follow Indiaherald WhatsApp channel