বাড়ি তৈরির জন্য জমি খুঁড়তে গিয়ে মাটির নিচে দেখা মিলল সুড়ঙ্গের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মাহাতা গ্রামে। প্রাথমকি ভাবে অনুমান করা হচ্ছে এই সুড়ঙ্গ প্রায় আড়াইশো থেকে তিনশ বছরের পুরনো। তবে ইতিহাসবিদ সর্বজিত যশ জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে এই সুড়ঙ্গ দিয়ে প্রাচীন কালে জল পরিবহন করা হতো। মানুষ চলাচলের জন্য যে ধরণের সুড়ঙ্গ হওয়ার কথা এটি তার থেকে ছোট এবং আলাদা। তবে পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার পরই সঠিক ভাবে এই সুড়ঙ্গের ইতিহাস জানা যাবে।
এদিকে সুড়ঙ্গ আবিষ্কারের খবর ছড়িয়ে পড়তেই চারপাশের এলাকার মানুষ ভিড় করতে শুরু করেছেন জিয়াউল মল্লিকের বাড়িতে। তাঁরই জায়গার উপর তৈরি করেছিলেন বাড়ি। গতকাল ভীত খোঁড়ার জন্য মাটির প্রায় ৭ফুট খুঁড়তে বেরিয়ে আসে সুড়ঙ্গের দরজা। আর তারপরেই বন্ধ করে দেওয়া হয় খননের কাজ। খবর পৌঁছায় ভাতার থানায়। পুলিশ এসে আপাতত জায়গাটি ঘিরে দিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
click and follow Indiaherald WhatsApp channel