তিনি এখন শুধু অভিনেত্রী নন, সাংসদও। চরম ব্যস্ত। তবে পুজো বলে কথা। আবার তিনি
জৈন পরিবারে গৃহিনী। অষ্টমীর দিন তাই সব কাজ ফেলে অঞ্জলি দিতে এলেন সুরুচী সংঘে।
সঙ্গে ছিলেন স্বামী নিখিলও। নিষ্ঠাভরে মাকে অঞ্জলি দিলেন দু’জনে। না, এখানেই শেষ নয়।
কোমরে শাড়ির আঁচল গুঁজে ঢাকও বাজালেন অভিনেত্রী। নিকিলও সঙ্গ দিলেন। ছিলেন
রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও। দেখে নিন ভিডিয়ো -
click and follow Indiaherald WhatsApp channel