একেবারেই হকচকিয়ে গেলেন। যে হেল্পলাইনে একের পর এক অভিযোগ আসে বা পুলিশের সাহায্যের আকুতি করনে। সেখানেই এক যুবকের কান্ডে হতবাক পুলিশ। অতিরিক্ত বা অল্প মদ্য পানে জ্ঞান হারিয়ে ফেলেন অধিকাংশ মানুষই। বেমক্কা যা-খুশি তাই করে ফেলেন অনেকেই। তবে এবার এমনতর কাণ্ড ঘটল যাতে চক্ষু চড়কগাছ সাধারণ মানুষ থেকে পুলিশ সকলেরই।
মদ্যপান করে ১০০ নম্বরে ফোন করল এক যুবক। সটান পুলিশে ফোন। আর সেই ফোন করে অন্যায় আবদার করে বসল সেই যুবক। খোদ পুলিশকেই বলে ফেলল, 'জলদি মদ নিয়ে আসুন।'ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে মদের দোকানের সামনে তারস্বরে চিৎকার করে চলেছে ওই যুবক। আর সেই ভিডিয়ো শুট করছেন এক পুলিশ অফিসারই। আর সেই পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করছে যে, সকাল ১১টার সময়ে এত মদ্যপান করেছ কেন? সে সবে কোনও তোয়াক্কা না করে আর একটু মদের জন্য সারাক্ষণই ওই পুলিশ অফিসারকে জ্বালাতন করে চলেছে ওই যুবক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। মদ্যপ ওই যুবকের নাম সচিন।
click and follow Indiaherald WhatsApp channel