বলিউডে তিনি প্রথমসারির অভিনেত্রী। তাঁর ঝুলিতে আছে একের পর এক হিট ছবি। হাতে রয়েছে আরও প্রজেক্ট। সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় বাইক নিয়ে বেরিয়ে পড়লেন দাবাং গার্ল। না অন্য কোনও বাইক নয়, একেবারে লাল টুকটুকে বুলেট। সেই সময় পাপারাতজি সামনে চলে আসেন (Sonakshi Sinha) অভিনেত্রীর। ওই সময় পাপরাতজিকে অনুরোধ করেন সোনাক্ষী, তাঁর সামনে থেকে সরে যাওয়ার। শুধু তাই নয়, এরপর ক্য়ামেরার ফ্ল্য়াশ এড়িয়ে বুলেট নিয়ে সেখানে থেকে সরে যান সোনাক্ষী সিনহা।
জানা যাচ্ছে, (Kareena Kapoor Khan) করিনা কাপুর খানের রেডিয়ো শোয়ের জন্যই বাইক নিয়ে মুম্বইয়ের রাস্তায় নেমে পড়েন সোনাক্ষী। সেই ভিডিয়ো এখন ভাইরাল।
click and follow Indiaherald WhatsApp channel