গোয়া সফরে গিয়ে সেখানের সভায় রাজ্যপালকে ‘রাজভবনের রাজা’ বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় অপমানিতবোধ করেছেন। যার জেরেই আছড়ে পড়ল ধনখড়ের টুইট–ঝড়। ঠিক কী লিখেছেন রাজ্যপাল?‌ পরপর তিনটি টুইট করেছেন রাজ্যপাল। প্রথম টুইটে রাজ্যপাল লিখেছেন, ‘‌বিস্মিত! গত ১৬ ডিসেম্বর গোয়া সফরে গিয়ে এটা কী ধরনের শব্দবন্ধ ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? ‘রাজভবনের এক রাজা’ এটা কী ধরনের শব্দবন্ধ! মুখ্যমন্ত্রী কি জানেন না, রাজ্যপালের পদ একটি সাংবিধানিক পদ এবং এই দায়িত্ব একটি সাংবিধানিক দায়িত্ব!’‌ তিনি যে অপমানিত হয়েছেন এই টুইট থেকে তা স্পষ্ট।

অন্যদিকে, 'খড়গপুর, তৃণমূল জিতে দেখাবে', রাজ্যের বিরোধী নেতাকে এভাবেই খড়গপুরে দাঁড়িয়ে খোলাখুলি চ্যালেঞ্জ জানালেন মদন মিত্র। মঙ্গলবার খড়গপুরে। আইএনটিটিইউসি-র (INTTUC) একটি সম্বর্ধনা অনুষ্ঠানে দাঁড়িয়ে এই চ্যালেঞ্জ জানান তিনি। অনুষ্ঠানে দাঁড়িয়ে মদন মিত্র সামনা সামনি লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। নন্দীগ্রাম ছেড়ে শুভেন্দু অধিকারী অন্য কোথাও এলে মদন মিত্র কামারহাটি আসন ছেড়ে রাজি বলেও জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের ২৯৪ টায় যেকোনও আসনে শুভেন্দুকে চ্যালেঞ্জ দিয়েছেন তিনি। মদন মিত্র আরও বলেন, "শের ভুখা মার জায়েগা, লেকিন চুহা নেহি খায়েগা।" আসন্ন পুরসভা নির্বাচনে সারা পশ্চিমবঙ্গে সব আসনে তৃণমূল জিতবে এমন দাবিও তিনি করেন সেই অনুষ্ঠানে। আসন্ন পুরসভা নির্বাচনে সারা পশ্চিমবঙ্গে সব আসনে তৃণমূল জিতবে এমন দাবিও তিনি করেন সেই অনুষ্ঠানে।

మరింత సమాచారం తెలుసుకోండి: