বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। কিন্তু এরই মধ্যে সুশান্ত সিং রাজপুতের আত্মার সঙ্গে কথা হয়েছে তাঁর। যেখানে সুশান্ত তাঁকে জানিয়েছেন, মৃত্যুর আগে কী হয়েছিল তাঁর সঙ্গে। সম্প্রতি এমনই দাবি করেন প্যারানর্মাল বিশেষজ্ঞ স্টিভ হাফ। দাবির পাশাপাশি পরপর ২টি ভিডিয়োও প্রকাশ করেন স্টিভ। যেখানে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে সুশান্তের আত্মার সঙ্গে যোগসূত্র স্থাপন করে তিনি কথা বলেছেন বলে দাবি করেন প্যারানর্মাল বিশেষজ্ঞ। স্টিভ হাফের সেই দাবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে জোর হুলুস্থূল।

Find out more: