অন্যদিকে,পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক মনে করেন, কোহলী না থাকলে বড় লজ্জার মুখে পড়তে হতো ভারতকে। তৃতীয় টি২০-তে তিনিই ছিলেন ভারতের এক মাত্র ইতিবাচক দিক। টি২০ ক্রিকেটে আইসিসি-র ক্রমতালিকায় শীর্ষে রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে ভারত। এক বনাম দুইয়ের লড়াইয়ে আপাতত এগিয়ে ইংল্যান্ডই। বৃহস্পতিবার জিতলে সিরিজ পকেটে পুরে নেবে অইন মর্গ্যানবাহিনী। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেন, “ইংল্যান্ড সব বিভাগেই ভারতের থেকে এগিয়ে ছিল। টি২০-তে ভারতের ১৫৬ যথেষ্ট রান ছিল না। জস বাটলারের ইনিংস ম্যাচটাকে প্রায় একপেশে করে দিল। কোহলীর ইনিংস না থাকলে একপেশে ম্যাচই হতো।” ইনজামাম যদিও আশাবাদী ভারতের ফিরে আসার ব্যাপারে। তিনি বলেন, “হেরে গিয়েও সিরিজে ফিরে এসেছে ভারত বহু বার। এ বারেও সেটা করতে পারে কোহলীরা। ভারত যদি চতুর্থ ম্যাচ জিততে পারে তা হলে পঞ্চম ম্যাচ আরও আকর্ষণীয় হয়ে উঠবে।”
click and follow Indiaherald WhatsApp channel