বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।  

অন্যদিকে, মাদক মামলায় দীপিকা পাড়ুকোন, সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরকে ক্লিনচিট দেওয়া হবে বলে খবর ছড়িয়েছে, তা সত্যি নয়। দীপিকা, সারা, শ্রদ্ধাদের ক্লিনচিট দেওয়ার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে স্পষ্ট জানানো হয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে। দীপিকা, সারা, শ্রদ্ধাদের ক্লিনচিট দেওয়ার খবর কার্যত খণ্ডন করে দেওয়া হয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে। গত শনিবার দীপিকা পাড়ুকোন, সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরকে একটানা জিজ্ঞাসাবাদ করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। টানা সাড়ে পাঁচঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় দীপিকা পাড়ুকোনকে। অভিনেত্রীর ম্যানেজার করিশ্মা প্রকাশকেও শুক্রবার এবং শনিবার, টানা জিজ্ঞাসাবাদ করা হয়। যেখানে মাল, হ্যাশ-এর মানে কোনও মাদক নয়, সিগারেট নিয়ে আলোচনা করতেই বুঝিয়েছেন বলে দাবি করেন দীপিকা। 

Find out more: