আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। শেষ হবে ৪ মার্চ। প্রথম দিন প্রথম ভাষার পরীক্ষা। ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষার। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন, ২৫ ফেব্রুয়ারি ভূগোল, ২৭ ফেব্রুয়ারি ইতিহাস, ২৮ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান, ২ মার্চ অঙ্ক, ৩ মার্চ ভৌতবিজ্ঞান এবং ৪ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। নিয়ম মাফিক, এবারেও পরীক্ষার সময় ছিল মোট ৩ ঘণ্টা ১৫ মিনিট। তার মধ্যে প্রথম ১৫ মিনিট দেওয়া হত প্রশ্নপত্র পড়ে দেখার জন্য। পরের ৩ ঘণ্টায় উত্তর লেখে পরীক্ষার্থীরা। এবারের পরীক্ষাতেও নিরাপত্তায় বিশেষ জোর দেয় পর্ষদ। প্রশ্নফাঁস তথা যেকোনও রকমের বিশৃঙ্খলা এড়াতে পরীক্ষা চলাকালীন কয়েকটি জেলায় ইন্টারনেট বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল। এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ। সাফল্যের হারে এবারও শহরকে টেক্কা জেলার। পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। এই জেলায় পাশের হার ৯৭.৬৩ শতাংশ। এবছরের পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ছিল ১ লক্ষ ২০ হাজারেরও বেশি। পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায় প্রকাশিত হল ফল। সাফল্যের হারে ছাত্রদের চেয়ে এবছর সামান্য পিছিয়ে রয়েছেন ছাত্রীরা। এবারও মাধ্যমিকে সাফল্যের নিরিখে শহর কলকাতাকে টেক্কা দিয়েছে জেলা। মাধ্যমিকে এবছর প্রথম হয়েছেন ২ জন। প্রথম হয়েছেন বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অর্ণব ঘড়াই। তাঁরই সঙ্গে প্রথম স্থানে রয়েছেন বর্ধমান সিএমএস স্কুলের ছাত্র রৌনক মণ্ডল। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৬৯৩। এবছর মাধ্যমিকে দ্বিতীয় স্থানে রয়েছেন কৌশিকী সরকার ও রৌনক মণ্ডল নামে আরও দুই পড়ুয়া। তাঁদের দু’জনের প্রাপ্ত নম্বর হল ৬৯২। এবার মাধ্যমিকে তৃতীয় হয়েছেন দু’জন। অনন্যা দাশগুপ্ত ও দেবশিখা প্রধান মাধ্যমিকে তৃতীয় হয়েছেন। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১। (এই প্রতিবেদনের ছবি -প্রতীকী)

మరింత సమాచారం తెలుసుకోండి: