বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। অন্যদিকে, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তে বিহার সরকারের সিবিআই তদন্তের সুপারিশ মেনে নিল কেন্দ্র। সুপ্রিম কোর্টে রিয়া চক্রবর্তীর দায়ের করা মামলার শুনানির সময় আজ বুধবার এ কথা জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। এর ফলে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতেই যাচ্ছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। অন্য দিকে এই মামলায় তিন পক্ষ অর্থাৎ মুম্বই পুলিশ, বিহার পুলিশ এবং সুশান্তের পরিবারকে তিন দিনের মধ্যে তাঁদের মতামত জানাতে বলেছে শীর্ষ আদালত। মুম্বই পুলিশকে বিচারপতি হৃষিকেশ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে নির্দেশ দিয়েছে, তিন দিনের মধ্যে আদালতে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাতে হবে।  

మరింత సమాచారం తెలుసుకోండి: