কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা আরও বেড়ে ১৬,০৪৭। মঙ্গলবার এই সংখ্যা ছিল ১২,৭৫১। রাজ্যভিত্তিক কোভিড পরিস্থিতির দিকে লক্ষ করলে দেখা যায়, দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে দিল্লি। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা দু’হাজারের সীমারেখা পার করেছে। জানুয়ারি মাসের পর রাজধানীতে আবার করোনার উদ্ধেগ বেড়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ২,৪৯৫। দৈনিক সংক্রমণের তালিকায় এর পর রয়েছে মহারাষ্ট্র (১,৭৮২), কর্নাটক (১,৬০৮), উত্তরপ্রদেশ (৯৪২) ও তামিলনাড়ু (৯৪১)। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৪ জনের। এর মধ্যে মহারাষ্ট্র, দিল্লি ও পঞ্জাবে গত ২৪ ঘণ্টায় সাত জন ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এ ছাড়া কেরলে ছয় জন, পশ্চিমবঙ্গে পাঁচ জন, মিজোরাম ও হিমাচল প্রদেশে তিন জন, কর্নাটক, ওড়িশা, ছত্তীসগঢ়, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও সিকিমে দু’জন এবং হরিয়ানা, ঝাড়খণ্ড, নাগাল্যাণ্ড ও গুজরাতে এক জন করে ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার এই সংখ্যা ছিল ৪২।

অন্যদিকে, ফের করোনায় আক্রান্ত হলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। বুধবার নিজেই টুইট করে এই খবর জানান তিনি। আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। বুধবার সকালে টুইট করে প্রিয়াঙ্কা জানান, “আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সকল প্রকার নিয়ম মেনে বড়িতেই আইসোলেশনে রয়েছি। তিন মাসের মধ্যে এই নিয়ে  দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন তিনি। । এর আগে,গত জুনে মা, কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী এই কোভিড পজিটিভ হওয়ার ঠিক একদিন পরে করোনায় আক্রান্ত হন তিনি। দেশজুড়ে অব্যাহত করোনার চোখ রাঙানি। দিল্লিতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

మరింత సమాచారం తెలుసుకోండి: