কেকে-র মৃত্যু নিয়ে কলকাতা হাই কোর্টে সিবিআই তদন্তের আর্জি জানান আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায়। বিষয়টি নিয়ে তিনি একটি জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চান আদালতের কাছে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সেই অনুমতি দিয়েছে। গত মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে এক অনুষ্ঠানের পর প্রয়াত হন বলিউডের গায়ক কেকে। মাত্র ৫৪ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই খ্যাতনামী গায়কের। তার পর থেকে নানা বিষয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, নজরুল মঞ্চে অতিরিক্ত ভিড় নিয়ে। শীতাতপ যন্ত্র ঠিক মতো কাজ না করেছিল কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে। এ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতর চরমে পৌঁছেছে। বিরোধীরা প্রশ্ন তুলেছেন, একটি কলেজ ফেস্টে এত অর্থ ব্যয়ে কী ভাবে এক জন বলিউডের গায়ককে আনা হল, তা নিয়ে। কেন ঠিক মতো ভিড় নিয়ন্ত্রণ করতে পারেনি প্রশাসন, তা নিয়েও সরব বিরোধীরা। এরই মধ্যে কেকের মৃত্যু নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিল আদালত।

অন্যদিকে, প্রাণনাশের হুমকি পেয়েছেন বলিউডের সুপারস্টার সলমন খান (Salman Khan) এবং তাঁর বাবা তথা প্রখ্যাত চিত্র নাট্যকার সেলিম খান (Selim Khan)। ইতিমধ্যে তাঁদের নিরাপত্তা বাড়িয়েছে সরকার। এখন প্রশ্ন হল, কী করবেন ভাইজান? সমস্ত শুটিং বাতিল করে তিনি কি মুম্বইতেই গৃহবন্দি হবেন? নাকি, হুমকির ভর না পেয়ে নির্দিষ্ট সিডিউল অনুযায়ী শুটিং চালিয়ে যাবেন তিনি? জানা গিয়েছে, রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে একটি হুমকি চিঠি পান সেলিম খান (Selim Khan)। বাড়ির সামনের একটি বেঞ্চে সেই চিঠি রাখা ছিল বলে সূত্রের খবর।

మరింత సమాచారం తెలుసుకోండి: