দক্ষিণ কলকাতার এক প্রেক্ষাগৃহে এ শহরের দর্শকের জন্য আলিয়ার আগামী ছবি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র ‘মেরি জান’ গান নিয়ে এলেন আলিয়া ভট্ট। এই ছবির চরিত্রের কথা ভেবেই আজকাল সাদা শাড়ি ছাড়া অন্য কিছু পরতে দেখা যাচ্ছে না মহেশ-কন্যাকে। কলকাতাতেও তেমন। কানে লম্বা জড়োয়ার দুল, চুল টান করে খোঁপা। তার পাশ দিকে উঁকি দিচ্ছে সাদা ফুল। সাদা ঢাকাই আর ডিপ কাট সাদা হাতকাটা ব্লাউজ, সঙ্গে ছোট্ট টিপে সাক্ষাৎ ‘গঙ্গুবাই’ হয়েই এসে দাঁড়ালেন তিনি। প্রকাশিত হল ছবির আরও একটি গান। কলকাতা মানেই তাঁর কাছে মিষ্টি। উদ্যোক্তাদের পক্ষ থেকে মিষ্টির বাক্স এগিয়ে দিতেই জলভরা সন্দেশে কামড় দিলেন তিনি। নলেন গুড়ের জলভরা খেয়ে আপ্লুত নায়িকা। বললেন, “দু’বছর ধরে এই চরিত্রের সঙ্গে বাস করছি আমি। এখন বাড়িতেও গঙ্গুবাইয়ের মতো গভীর গলায় কথা বলে উঠছি। এই চরিত্রের সঙ্গে নিজেকে আলাদা করা শক্ত।”

অন্যদিকে, রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন ভুবন বাদ্যকর। তাঁর লেখা সুর করা কাঁচা বাদাম গান গেয়ে তাঁর খ্যাতি এখন বিশ্বজুড়ে। ইতিমধ্যেই সেই গান রেকর্ড করেছেন তিনি। সেই রেকর্ড করা গান ছড়িয়ে পড়েছে দেশ বিদেশের মাটিতে। তানজানিয়া থেকে ফ্রান্স, অনেক বিদেশি ইউটিউবারও এই গানে রিল বানিয়েছেন। বলিউড, টলিউডের একাধিক তারকা তাঁর গানে নেচে ভিডিও বানাচ্ছেন। সম্প্রতি ভুবন বাদ্যকর প্রতিযোগী হিসাবে এসেছিলেন দাদাগিরির মঞ্চে। সম্প্রতি ভুবন বাদ্যকর প্রতিযোগী হিসাবে এসেছিলেন দাদাগিরির মঞ্চে।

మరింత సమాచారం తెలుసుకోండి: