অন্যদিকে, সঙ্কটে অসমবাসী। দিনে দিনে কঠিন হচ্ছে বন্যা পরিস্থিতি। অসমবাসীর পাশে দাঁড়ালেন বলিউড পরিচালক কর্ণ জোহর। ১১ লক্ষ টাকা দান করলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। টাকা দেওয়ায় কর্ণকে ধন্যবাদ জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক রোহিত শেট্টিকেও। হিমন্ত জানিয়েছেন, অসমের বন্যা পরিস্থিতির পাশে দাঁড়ানোর জন্য সমগ্র ইন্ডাস্ট্রিকে একত্রিত করার যে উদ্যোগ রোহিত নিয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। অর্জুন কপূর, রোহিত শেট্টি, সোনু নিগম-সহ একাধিক বলি তারকা এগিয়ে এসেছেন। কেউ ৫ লক্ষ, কেউ ১০ লক্ষ টাকা দান করেছেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। বন্যায় অসমের কাছাড়, বাজালি, বরপেটা, বিশ্বনাথ, ডিব্রুগড়, ডিমা হাসাও, গোয়ালপাড়া-সহ বহু জেলা এখনও জলের নীচে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কাছাড়।
click and follow Indiaherald WhatsApp channel