দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন দেবশ্রী রায়ের মা আরতি রায়। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। আরতি রায়ের মেয়ে কৃষ্ণা মুখোপাধ্যায়ের মেয়ে রানি মুখোপাধ্যায়। এদিন দিদিমাকে হারালেন রানি। গত অগস্ট মাসে বড় মেয়ের বাড়িতেই গুরুতর চোট পেয়েছিলেন আরতি দেবী। তারপর থেকে কাহিল হয়ে পড়েছিলেন বলে খবর। মঙ্গলবার কেওড়াতলা মহাশ্মশানেই শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। বড়মেয়ের কাছে থাকতেন আরতি রায়। সেখানেই ৯ অগস্ট পড়ে গিয়ে কপালে চোট পান তিনি। রক্ষক্ষরণও হয়। সেই দুর্ঘটনার পরেই শারীরিকভাবে কাহিল হয়ে পড়েন তিনি। মায়ের মৃত্যুর সময় পাশেই ছিলেন দেবশ্রী। মা-কে হারিয়ে শোকে বিহ্বল অভিনেত্রী।

দেবশ্রী একাধিকবার জানিয়েছিলেন, মায়ের ইচ্ছেপূরণ করতেই তাঁর অভিনয়ের দুনিয়ায় আসা। মেয়েকে নাচ শেখানো থেকে শুরু করে, শ্যুটে নিয়ে যাওয়া, আরতিদেবী সবসময় পাশে থাকতেন দেবশ্রীর। প্রসঙ্গত, আরতি দেবীর আরেককন্যা কৃষ্ণা মুখোপাধ্যায়ের মেয়ে রানি মুখোপাধ্যায়। তবে রানি শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারবেন না তিনি। এক বাংলা সংবাদমাধ্যমকে ছোট পরদার সর্বজয়া জানান, ‘বুঝতেই পারলাম না মা কখন চলে গেলেন। মায়ের জন্যই তো আমার অভিনেত্রী হওয়া। বার্ধক্যজনিত সমস্যা ছাড়া বিশেষ কোনও রোগও ছিল না। তবে শেষ সময়ে তিন মেয়েকেই পাশে পেয়েছেন, তাই খুব শান্তিতে গিয়েছেন।’ চলতি বছরের অগস্ট মাসে গুরুতর চোট পেয়েছিলেন আরতিদেবী। দেবশ্রী সেইসময় জানিয়েছিলেন, ‘এখন বড়দির কাছেই মা থাকেন। সেখানে পড়ে দিয়ে কপালে চোট পেয়েছেন। অনেকটা রক্ত বেরিয়ে যাওয়ায় কাহিল হয়ে পড়েছেন।’

మరింత సమాచారం తెలుసుకోండి: